Sheikh Fazle Noor Taposh
Chairman
Dhaka Mohanogor Mohila College
Honorable Mayor
Dhaka South City Corporation
সভাপতির বাণী
শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া একটি জাতি কখনোই আত্মনির্ভরশীল হতে পারেনা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই বিশাল এই নারী সমাজকে বাদ দিয়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনেতিক কর্মকান্ডের মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠন প্রায় অসম্ভব। তাই প্রয়োজন নারীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর এই চিন্তা মাথায় রেখে পুরান ঢাকার এই অঞ্চলের রক্ষণশীল পরিবারের নারীদের শিক্ষার প্রসার ঘটিয়ে নারীর ক্ষমতায়ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।
শিক্ষার মুক্ত সরোবরে অবগাহনের মধ্য দিয়ে একজন মানুষ উন্নত, পরিশীলিত ও আলোকিত জীবনের সন্ধান পায়। প্রতিষ্ঠা লগ্নহতে ঢাকা সিটিকর্পোরেশন পরিচালিত “ঢাকা মহানগর মহিলা কলেজ” বাতি ঘর হিসেবে অত্র এলাকার নারী শিক্ষা বিস্তারে নিরলস ভাবে কাজ করে আসছে। শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত কল্পে ৮তলা বিশিষ্ট সুরম্য ভবন নির্মিত হয়েছে। ভবনে ২টি লিফট, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটর স্থাপিত হয়েছে। ভবিষ্যতে শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া স্থাপন, লাইব্রেরিতে পর্যাপ্ত বই এবং বিজ্ঞানাগার আধুনিকীকরণের ব্যবস্থা করা হবে।
ঢাকা মহানগর মহিলাকলেজ গত দুইদশকের ও বেশি সময় ধরে নারী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছে। আমাদের গৌরবময় মুক্তি যুদ্ধের চেতনা, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা সহ সুশিক্ষায় শিক্ষিত করে তুরুণ শিক্ষার্থীদের মনন বিকাশে এই কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে। আমি দৃড় ভাবে বিশ্বাস করি কলেজ গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারী, ছাত্রী-অভিভাবক ও এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগীতা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, ইনশাল্লাহ।
শেখ ফজলে নূর তাপস
সভাপতি
কলেজ গভর্নিং বডি
ঢাকা মহানগর মহিলা কলেজ
ও
মাননীয় মেয়র
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন